০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম ভারতকে ভাগ করে একাধিক ছোট ছোট দেশ বানানোর আহ্বান জানানো অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুন্টার ফেলিঙ্গার-ইয়াহনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিল নয়াদিল্লি। তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্টার ফেলিঙ্গার-জান কিছু দিন আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে সরাসরি ভারতের বিরুদ্ধে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলেন তিনি। লেখেন, ‘‘ভারতকে ভেঙে ফেলার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদি রাশিয়ার কাছের মানুষ। খলিস্তানিদের স্বাধীনতার জন্য আমাদের বন্ধু প্রয়োজন।’’ সেই পোস্টে একটি মানচিত্রও প্রকাশ করেন ফেলিঙ্গার। সেখানে দেখা যাচ্ছে- পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ এবং...