০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে আমরা সকল ইসলামী দল, জাতীয়তাবাদে বিশ্বাসী ছোট ছোট দল, ডানপন্থী বিভিন্ন দল, গণধিকার পরিষদ, লেবার পার্টি, এবি পার্টি, জাগপার নেতৃত্বে যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা তৈরি হবে, এদেশের মানুষ ওই বৃহত্তর রাজনৈতিক শক্তিকে ভোট দেবে ইনশাল্লাহ। এদেশের সাধারণ মানুষের দাবি সকল ইসলামিক দলের ঐক্য। এ ঐক্য হল হিন্দুরাও ঐক্যবদ্ধ হবে কারণ তারা বিগত সময় দেখেছে ইসলামপন্থীদের দ্বারা হিন্দুরা নির্যাতিত, অত্যাচারিত হয়নি। ভালো মানুষ অন্য মানুষের উপর অত্যাচার করতে পারে না। ডাক্তার তাহের শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামে কুলিয়ারা কেন্দ্রের নির্বাচনী সমাবেশে আরো বলেন,চৌদ্দগ্রামের সকল মানুষ আমার আত্মার আত্মীয়। দলীয় পরিচয়ে আমি পরিচিত নই, সে...