বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। আমরা আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আলু বাজার থেকে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার। কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায়। শুক্রবার ৫ সেপ্টেম্বর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত বছর আলুর দাম ৮০ – ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু রপ্তানি করতে পারলে এই সংকট আমরা মোকাবিলা করতে পারব। আলু নিয়ে কোনো সিন্ডিকেট করে থাকলে অবশ্যই তারও ব্যবস্থা আছে। শেখ বছির উদ্দিন বলেন, টিসিবি আলু...