ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ব্যক্তিগত মতামত প্রকাশ থেকে শুরু করে রক্তদানের আহ্বান- সব কিছুতেই সক্রিয় থাকেন তিনি।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’পোস্টটি করার পর মুহূর্তের মধ্যেই নেটিজেনরা বিভিন্ন সাজেশন দিতে শুরু করেন। পঞ্চগড় ও আশপাশের এলাকার একাধিক বাসিন্দা তাদের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রীকে পরামর্শ দেন।এর মধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি লিখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সারজিসের এ মন্তব্যের ওপর ৬০০টির বেশি প্রতিক্রিয়া এসেছে। এদিকে সারজিসের মন্তব্যে উত্তর দিয়ে শবনম...