নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে যে কয়জন খুব অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যেইমরান মাহমুদুলঅন্যতম। চলচ্চিত্রের গানের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন। আজ (৫ সেপ্টেম্বর) এই শিল্পী ও সংগীত পরিচালকের জন্মদিন। সমসাময়িক ব্যস্ততা ও জন্মদিনের আয়োজন নিয়ে কথা হলো এ শিল্পীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেনমিজানুর রহমান মিথুন। জাগো নিউজ: শুভ জন্মদিন। জন্মদিনের এইক্ষণে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।ইমরান মাহমুদুল:ধন্যবাদ। আমাকে সব সময় দোয়া ও ভালোবাসায় রাখবেন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে ইমরান মাহমুদুল। ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া জাগো নিউজ: এবারের জন্মদিন উদযাপন সম্পর্কে জানতে চাই।ইমরান মাহমুদুল:আমি জন্মদিন সব সময় বাড়িতেই পালন করি। আলাদা করে কোনো আয়োজন করা হয় না। সব জন্মদিনে বাড়িতেই থাকা হয়। পরিবারের সবাইকে সময় দেওয়ার পর বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। আজকে বরাবরের মতো তাই হবে। সন্ধ্যার...