৩৪ গাড়িতে ৪০০ কেজি আরডিএক্স সমেড ৩৪টি ‘বোমা’ মুম্বাইয়ে ঘুরে বেড়াচ্ছে বলে হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ। এই আবহে গোটা মুম্বাই জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকি দিয়ে বলা হয়েছে, গোটা শহর নাড়িয়ে দিতে এই বোমা লুকিয়ে রাখা হয়েছে ৩৪টি গাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করছে, হোয়াটসঅ্যাপ মেসেজে এই হুমকি এসেছে। হামলা হলে এক কোটি মানুষ মারা যেতে পারে। হিন্দুস্তান টাইমস বলছে, ধর্মীয় উৎসব অনন্ত চতুর্দশীর (গণেশ) আগের দিন লস্কর-ই-জিহাদি নামে একটি সংগঠন এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশ বলছে, হুমকি বার্তায় দাবি করা হয়েছে, ‘মানব বোমা’ বহনকারী ৩৪টি গাড়ি ব্যবহার করে ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে। এই বিস্ফোরণে এক কোটি মানুষ হতাহত হবে বলে দাবি করা হয়েছে হুমকি ফোনে। এতে পুরো...