ঢাকা:বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিনের মতো কমেছে। এতে করে গত তিন সপ্তাহের ঊর্ধ্বমুখী ধারা থেমে গিয়ে তেলবাজার এবার সাপ্তাহিক ক্ষতির মুখে পড়ছে। সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে মজুত বেড়ে যাওয়ায় তেলের চাহিদা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ওপেক ও রাশিয়াসহ মিত্র দেশগুলোর সমন্বয়ে গঠিত ওপেক+ জোটের আটটি সদস্য দেশ আগামী রোববারের বৈঠকে তেল উৎপাদন আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বিশ্লেষকদের পূর্বাভাসকে উল্টো করে বেড়েছে ২৪ লাখ ব্যারেল, যা বাজারে আরও চাপ সৃষ্টি করেছে। পূর্বাভাস ছিল মজুত হ্রাস পাবে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট...