হলিউডে ‘কনজুরিং’কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে বিবেচনা করা হয়। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এ ফ্র্যাঞ্চাইজির, যার প্রতিটি সিনেমাই সাফল্যের মুখ দেখেছে। সর্বশেষ ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’। সেই করোনা মহামারির মধ্যেও সিনেমাটি সাফল্য লাভ করে। প্রায় চার বছর পর এবার পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি— ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। দেশের ভৌতিক সিনেমাপ্রেমী দর্শকরাও সেই সিনেমার সিক্যুয়েল দেখাতে মুখিয়ে আছেন। কারণ একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাইকেল শ্যাভস পরিচালিত ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ সিনেমাটিতে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগা, যারা প্যারানরমাল তদন্তকারী। লেখক এড ও লরেন ওয়ারেন...