কয়েক বছর ধরে মাঠে ভুগছে জার্মানি। দলটির হতাশার এই পালায় এবার নতুন এক অধ্যায় যোগ হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে হেরে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্লোভাকিয়ার বিপক্ষে হারের পর, নিজেদের দায় মেনে নিলেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। ব্রাতিস্লাভায় বৃহস্পতিবার রাতে ২-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে জার্মানি। দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা। বাছাইয়ে ১০৪তম ম্যাচে এটি জার্মানির চতুর্থ হার, প্রতিপক্ষের মাঠে প্রথম। গত জুনে নেশন্স লিগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হারের পর স্লোভাকিয়ার বিপক্ষে এই বিপর্যয়, ১১৭ বছরের ইতিহাসে প্রথমবার তারা টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে হারল। বিশ্বকাপ বাছাইয়ে এর আগে ৫২টি অ্যাওয়ে ম্যাচে কোনো হারের অভিজ্ঞতা ছিল না জার্মানির, এবার সেটাও হলো। ফিফা র্যাঙ্কিংয়ে স্লোভাকিয়ার চেয়ে জার্মানি ৪৩ ধাপ এগিয়ে, কিন্তু...