সিঙ্গাপুরের বিপক্ষে খেলা শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে আগামীকাল নেপালের বিপক্ষে দশরথ রঙ্গশালায় খেলতে নামবে বাংলাদেশ। লক্ষ্য অক্টোবরের হংকং ম্যাচে কীভাবে নিজেদের সেরাটা উপহার দেওয়া যায়, তার কৌশল বের করা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন এমনটাই। কাবরেরা বলেন, ‘আমরা এখানে আসতে পেরে খুব খুশি। আমাদের দলের অর্ধেক খেলোয়াড় প্রায় ২০ দিন বাংলাদেশে অনুশীলন করেছে, বাকিরা এখানে আসার কয়েক দিন আগে যোগ দিয়েছে। আমরা খুবই উচ্ছ্বসিত। অনেকদিন ধরে আমরা নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছিলাম। আমার মনে হয় দুটো দলই সমপর্যায়ের, একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নিজেদের যাচাই করার জন্য এটি দারুণ চ্যালেঞ্জ হবে। আমাদের দু’দেশের জন্যই। ম্যাচ দুটি নিয়ে আমরা খুবই ইতিবাচক ও রোমাঞ্চিত। দলে প্রবাসী তারকারা না থাকলেও শক্তিতে...