ভয়ংকর এক সিরিজ বোমা হামলার হুমকিতে কাঁপছে ভারত। হুমকি সত্যি হলে প্রাণ হারাতে পারে মুম্বাইয়ের ১ কোটি মানুষ। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে এমনই এক বার্তা এসেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ১৪ জন ‘পাকিস্তানি সন্ত্রাসী’ ভারতে ঢুকে পড়েছে এবং বিস্ফোরণ ঘটানোর জন্য ৪০০ কেজি আরডিএক্স কাজে লাগাবে তারা। এমন অবস্থায় সীমাহীন আতঙ্ক বিরাজ করছে ভারতজুড়ে। পুরো মহারাষ্ট্রে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’, বাড়ানো হয়েছে নিরাপত্তা। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ এবং ট্রাফিক পুলিশ এই উদ্বেগজনক বার্তা পেয়েছে। বার্তায় আরও উল্লেখ করা হয়, শহরজুড়ে ৩৪টি গাড়িতে রাখা হয়েছে ৩৪টি বোমা। ৪০০ কেজি আরডিএএক্সের বিস্ফোরণ ঘটাতে গাড়িগুলো ব্যবহার করা হবে। মুম্বাই পুলিশের বরাতে সম্পূর্ণ বার্তাটি সংবাদমাধ্যমটির খবরে তুলে ধরা হয়েছে। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে পাঠানো...