রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার দুটি জায়গায় ও ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার তাঁরা এসব বিক্ষোভ মিছিল করেন। এসব ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, জুমার নামাজ শেষ হওয়ামাত্রই বেলা পৌনে ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। আটক...