চীন সফরে ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বেইজিংয়ে অনুষ্ঠিত এ সফরে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সফরে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলো প্রায় ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে। এসব চুক্তি শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মোট পরিমাণ ৭ বিলিয়ন ডলার। এগুলোর আওতায় অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, কৃষি, প্রযুক্তি ও বিনিয়োগ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হবে। শাহবাজ জানান, এসব চুক্তি ও এমওইউ বাস্তবায়নে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। চীনের প্রধানমন্ত্রী...