আধুনিক ও মানসম্মত খেলনার সমাহার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রা শুরু করল ‘টগি টয়েস’। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, টগি টয়েসের চিফ অপারেটিং অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, অপারেশন ইনচার্জ মো. নেছার উদ্দিন আহমেদসহ সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আজকে টগি টয়েসের শুভ উদ্বোধন হলো। আমাদের পরিকল্পনা হলো সারা দেশে এ ধরনের আউটলেট খোলা। তিনি...