মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৮৭ সালে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির ব্যাখ্যা বদলে উন্নত সামরিক ড্রোন বিদেশে বিক্রির উদ্যোগ নিচ্ছেন। এ পদক্ষেপ নিলে সৌদি আরবের কাছে একশর বেশি এমকিউ-৯ রিপার ড্রোন বিক্রির সুযোগ তৈরি হবে। সৌদি আরব চলতি বছরের বসন্তেই এ অনুরোধ জানায় যা গত মে মাসে ঘোষিত ১৪ হাজার ২০০ কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তির অংশ হতে পারে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের দেশগুলিও মার্কিন ড্রোন কিনতে আগ্রহ দেখাচ্ছে। ড্রোনগুলোকে ক্ষেপণাস্ত্র নয়, বরং এফ-১৬ এর মতো যুদ্ধবিমান হিসেবে শ্রেণিবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ১৯৮৭ সালের ৩৫ দেশের মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর) চুক্তির সীমাবদ্ধতা এড়ানো যাবে। এভাবে আমেরিকা সহজেই সংযুক্ত আরব আমিরাত, পূর্ব ইউরোপের দেশসহ আরও অনেক ক্রেতাকে উন্নতমানের মানববিহীন আকাশযান দিতে পারবে। নতুন নীতিমালায় জেনারেল অ্যাটমিক্স, ক্রাটোস এবং...