জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার বানানো ‘বাংলালিংক’-এর টিভিসি’র মডেল হয়ে রাতারাতি সারাদেশে পরিচিতি পেয়েছিলেন যেকজন, তাদেরই একজন মামনুল ইমন। ২০০৮ সালে সেই বিজ্ঞাপনের পর ইমনকে আর পিছনে ফিরতে হয়নি। এরপর কেটে গেছে ১৭ বছর। মডেলিংয়ের পর নাটক শুরু করেন ইমন, পরে চলচ্চিত্রে মনোযোগী হন। নতুন খবর, ১৭ বছর পর আবার অমিতাভ রেজা নির্দেশিত নতুন টিভিসি-তে কাজ করলেন ইমন। সম্প্রতি নিউ ইয়র্কে লাইফস্টাইল পণ্যের একটি টিভিসির শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে কাজ করেছেন ইমন। নিউ ইয়র্ক থেকে ইমন জানান, বাংলালিংকের পর অমিতাভ রেজার সঙ্গে আবার কাজ করলাম। নিউ ইয়র্কের ব্রঞ্জে গেল সপ্তাহে শুটিং সম্পন্ন হয়েছে। ইমন বলেন,“এবার শুটিং করতে গিয়ে অমিতাভ ভাই মজা করে বলছিলেন, ‘তুই আগে নাচতে পারতিস না। তোদের কত ধমক দিয়ে কাজ করিয়েছি।’ আমি তখনই ওস্তাদ বলে তাকে জড়িয়ে ধরি।...