শীর্ষনিউজ, ঢাকা:সাতদিনে সফরের কানাডা যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তবে তাদের সফর সম্পের্কে বিস্তারিত কিছু বলা হয়নি। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (কনস্যুলার) মো. মওদুদ হাসানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. মো. শফিকুর রহমান কানাডা সফরে যাচ্ছেন। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর বা কাছাকাছি সময়ে তিনি এ সফর করবেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ কানাডার হাইকমিশনে চিঠি পাঠিয়ে ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ করা হলো। সফরে জামায়াত আমিরের সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধি দল থাকবেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর...