বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর ২০১৭ সালে চুপি চুপি বিয়ে করেছিলেন সুইজারল্যান্ডের হোটেল ব্যবসায়ী মাইক রিখটারকে। যদিও অভিনেত্রী সেই বিয়ের কথা কবুল করেন তারও তিন বছর পর। গত বছরের শেষ থেকেই নাকি দেশে রয়েছেন গায়িকা।স্বামী মাইক রিখটার ও মোনালি ঠাকুর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আর ‘অনুসরণ’ করেন না। এমনকি গায়িকার স্বামী নিজের ইনস্টাগ্রামের পাতা ‘ব্যক্তিগত’ করে রেখেছেন। তারপর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা জোরালো হয়। খুব সাধাসিধেভাবে নাকি বিয়ে হয় তাদের। এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তার।তবে কি ভৌগোলিক দূরত্বের কারণেই শিল্পীর সংসারে ভাঙন, তা অবশ্য জানা যায়নি। যদিও একসময় অনেকেই তাকে ‘গোল্ড ডিগার’ বলেছিলেন। অর্থের জন্যই নাকি বিদেশি ছেলেকে বিয়ে করেছেন তিনি। সেই সময় গায়িকা জানিয়েছিলেন— তার রোজগার স্বামীর তুলনায় অনেক বেশি।যদিও একসময় সুইজারল্যান্ডের দিনযাপনের...