রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর থানা পুলিশ। তারা হলেন- মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ট অ্যান্ড বোল্ট ক্যারিয়ার, দুটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড এবং দুটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাতে মিরপুরের সেকশন-২ এলাকায় তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোস্টে দায়িত্ব করছিল পুলিশের একটি টহল দল। এ সময় পুলিশ সদস্যরা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে করে। পরে তল্লাশি করে আরিফ উদ্দিনের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে...