বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া উপহারের নতুন ঘর পেলেন নেত্রকোনার দুর্গাপুরের শুক্কুরী বেগম (৭০)। ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় তিনি এ ঘর পেলেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর)দুপুর১২টায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুক্কুরী বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ্, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, বিএনপি নেতা বজলুর রহমান, রেজাউল করিম, মো. শাহআলম, যুবদল নেতা খান আলী হোসেন, খান সুমন, আলিউল আজিমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীরা। শুক্কুরীবেগমপৌরসভার খুজিউড়া খালপাড় এলাকার বাসিন্দা।অনেকআগে তার স্বামীর মৃত্যু হয়েছে। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তিনি...