শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এ দিন আসামিদের আদালতে হাজির করে পারভেজের ৫ দিনের রিমান্ড ও জয়নাল আবেদিনকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পরে আদালত পারভেজের এক দিন ও জয়নালকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক বিল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, মালিবাগে বুধবার রাত ১১টা ৭ মিনিটের দিকে সোহাগ পরিবহনের কার্যালয়ের সামনে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় চাপাতি, ছুরি ও রড নিয়ে একদল দুর্বৃত্ত হামলা...