নেপালের দর্শকরা খুব করে চাইছিল হামজা চৌধুরীর খেলা দেখবেন। কিন্তু বাংলাদেশ দলে এবার হামজা নেই। লেস্টার সিটির হয়ে ব্যস্ত থাকায় খেলতে আসেননি। তবে হামজা ছাড়াও বাংলাদেশ যে শক্তিশালী দল, সেটা মানছেন নেপালের অস্ট্রেলিয়ার কোচ ম্যাট রস। শনিবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। নেপালের কোচ ম্যাট রস শুক্রবার সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আবেগী ও খুবই উচ্ছ্বসিত দর্শকের সামনে শারীরিকভাবে কঠিন এক খেলা হবে। আমার ছেলেরা মুখিয়ে আছে তার জন্য। আমরা এএফসির বাছাইয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছি, কিন্তু রেফারির বাঁশি বাজার পর কাল রাতে কেবল সেই ৯০ মিনিটেই মনোযোগ থাকবে আমাদের। আমরা জেতার জন্য মরিয়া হয়ে আছি।’ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া...