গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আরিফ উদ্দিন (৪৬) ও শহিদুল ইসলাম (৪৬)। পুলিশের দাবী আটককৃতরা সন্ত্রাসী। তাঁরা অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন শুক্রবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিরপুর থানার একদল পুলিশ মিরপুর ২ নম্বর সেকশনের ই–ব্লকের ৪ নম্বর রোডে নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। সে সময় আরিফ ও শহিদুল দৌড়ে তল্লাশিচৌকি অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের আটক করে। এ সময় আরিফের কাছে সংবাদপত্রে মোড়ানো একটি শটগান ও শহিদুলের প্যান্টের পকেট থেকে শটগানের দুটি গুলি পাওয়া গেছে। সাজ্জাদ রোমন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ও শহিদুল অস্ত্র...