বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত কিরণ রাও পরিচালিত শেষ সিনেমা ‘লাপাতা লেডিজ’ নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তির পরই দর্শক ও সমালোচকরা প্রশংসায় ভরিয়ে দেন। গল্পের সরলতা, অভিনয়ের আন্তরিকতা এবং নারীকেন্দ্রিক বার্তা— সব মিলিয়ে সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলে দিয়েছে। তবে ওটিটিতে প্রশংসা কুড়ালেও প্রেক্ষাগৃহে সিনেমাটি ২১ কোটি টাকার সীমা ছুঁতে পারেনি। যদিও বক্স অফিসে এই সীমিত সাফল্য যেন সিনেমার অন্তর্নিহিত সৌন্দর্যকে ছাপিয়ে যেতে পারেনি। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাতকারে পরিচালক কিরণ রাও জানিয়েছেন, ওটিটিতে মুক্তির পর সিনেমাটির থিয়েটার দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, যা প্রমাণ করে ভালো গল্প কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষা করে। কিরণ রাও বলেন, ওটিটি মুক্তির আগে সিনেমার প্রচারের জন্য সময় ছিল খুবই কম। মুখে মুখে প্রশংসা হচ্ছিল, সিনেমা হলেও ভালো চলছিল। কিন্তু নেটফ্লিক্সে...