বলউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা নামে গেল ১৪ আগস্ট মুম্বাইয়ের জুহু থানায় মামরা দায়ের হয়। এতে অভিযোগ করা হয়, শিল্পা এবং রাজ ঋণ ও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বলিউডের এই তারকা দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি ৪৮ লাখ টাকার প্রতারণার অভিযোগে লুকআউট সার্কুলার জারি করেছে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এক কর্মকর্তা জানান, দম্পতির ঘনঘন বিদেশ সফরের প্রবণতা থাকায় তদন্তে বাধা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিল্পা ও রাজের বন্ধ হয়ে যাওয়া হোম-শপিং কোম্পানি বেস্ট ডেল টিভি প্রাইভেট লিমিটেড। যার একটি বিনিয়োগ চুক্তিকে ঘিরেই অভিযোগের সূত্রপাত। জুহু থানায় দায়ের হওয়া মামলায় মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন, ২০১৫ থেকে ২০২৩ সালের...