বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত আগস্টে তারকা দম্পতি শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি। রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ— সেই অর্থ আত্মসাৎ করেছেন শিল্পা-রাজ। এ মামলার কারণে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে মুম্বাই পুলিশ।আরো পড়ুন:ভুল মানুষ বেছে নিলে জীবনে দুঃখ অনিবার্য: আমির খানআশা-লতা মঙ্গেশকরের বিরুদ্ধে মোহাম্মদ রফি পুত্রের গুরুতর অভিযোগ আশা-লতা মঙ্গেশকরের বিরুদ্ধে মোহাম্মদ রফি পুত্রের গুরুতর অভিযোগ ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) সূত্রে জানা...