আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে এবারের এশিয়া কাপের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। যেখানে লড়বে মোট ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় সরাসরি সুযোগ পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপ খেলে এশিয়া কাপের টিকিট পেয়েছে নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ঢাকা পোস্ট। আজ প্রথম পর্বে থাকছে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কাটা-ছেঁড়া। বছর কয়েক আগেও এসিসির আসরে খেলতে পারাটাই ছিল আফগানিস্তানের জন্য বড় পাওয়া। মোহাম্মদ নবি-রশিদ খানদের হাত ধরে সেই চিত্র বদলে দিয়েছে আফগানরা। অল্প সময়েই পরিবর্তন এসেছে দেশটির ক্রিকেট কাঠামোতে। ফলে উঠে এসেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আল্লা গাজানফার, নূর আহমেদ কিংবা রহমানুল্লাহ গুরবাজদের মতো...