কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর তেজগাঁওয়ে আবারও আওয়ামী লীগের মিছিল হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়। হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল শুরু করে তিব্বত এলাকার দিকে এগিয়ে যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, “সকালে জিএমি মোড় থেকে কিছু লোক বের হয়েছিল, আমরা মিছিল করতে দিইনি। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসানকে আটক করা হয়। দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবার বের হয়; আমরা তাদের ধরার চেষ্টা করছি।” প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দেন। এর আগে ধানমন্ডিতে কয়েকশত নেতাকর্মীও বিক্ষোভ মিছিল করেন। ধানমন্ডি থানার ওসি...