সম্প্রতি অ্যান্টিট্রাস্ট মামলার হাত থেকে ‘রেহাই’ পেয়েছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, যা ছিল কোম্পানিটির জন্য বড় এক জয়। এ মামলা ‘সমাধানের’ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন গুগল প্রধান সুন্দার পিচাই। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির নির্বাহীদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্পকে ধন্যবাদ জানান পিচাই। এর প্রেক্ষিতে গুগলের সিইও এবং এর সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। এদিন সন্ধ্যার নৈশভোজে পিচাইয়ের দিকে তাকিয়ে ট্রাম্প বলেছেন, “তোমাদের তো গতকাল খুব ভালো দিন কেটেছে। গতকাল গুগলেরও জন্যও খুব ভালো দিন গিয়েছে। তুমি কি গতদিনের ব্যাপারে আমাদের কিছু বলতে চাও?” ট্রাম্পের কথার জবাবে পিচাই বলেছেন, “মামলাটি শেষ হয়েছে দেখে আমি খুশি।” পিচাইয়ের এমন সংক্ষিপ্ত ও সোজাসাপ্টা কথায় টেবিলে থাকা অন্য অতিথিরা হেসে ওঠেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। পিচাই আরও...