শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এ থাকছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তানজিন তিশা। অফিশিয়াল ঘোষণা না এলেও খবরটির সত্যতা জানিয়েছেন সংশ্লিষ্টরা! এবার এই সিনেমায় যুক্ত হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মঞ্চ থেকে উঠে আসা জান্নাতুল ফেরদৌস ঐশী। এর মাধ্যমে বড়পর্দার দর্শকরা শাকিব খানের বিপরীতে দুই নায়িকা রোমান্স দেখতে পারবেন! ‘সোলজার’-এ ঐশীর যুক্ত হওয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে একাধিক সূত্র। সূত্রটি বলছে, তিশার সঙ্গে সিনেমায় শাকিবের বিপরীতে ঐশীও থাকছেন। এখনও তারা কেউ লিখিত চুক্তিবন্ধ না হলেও শিগগির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঐশীর বড়পর্দায় অভিষেক হয়েছে আগেই। তিনি এর আগে মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, রাত জাগা ফুল, আদম সিনেমাগুলোতে কাজ করেছেন, তবে তানজিন তিশার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ‘সোলজার’-এর মাধ্যমে। বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালনা করবেন ‘সোলজার’। চলতি মাসেই সিনেমার শুটিং শুরু হবে, ঈদ...