ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাত বাম সংগঠন সমর্থিত প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ প্রকাশ করেছে প্রতিরোধের গান ‘এই মিছিলে তুমিও ছিলে’। বৃহস্পতিবার রাতে ফেইসবুকে গানটি প্রকাশ করে প্রতিরোধ পর্ষদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারিয়া মতিন ইলা লেখেন, “আমাদের গান। প্রতিরোধের গান৷” প্রতিরোধ পর্ষদের ফেইসবুক পেইজেও গানটি প্রকাশ করা হয়। এছাড়া সমমনা অনেকেই গানটি শেয়ার করে নানা রকম মন্তব্যও করেছেন। গানটির কথা, সুর ও সংগীতায়োজনে আছেন তুহিন কান্তি দাস। কণ্ঠ দিয়েছেন অনিন্দ্য বিশ্বাস, সূর্য পলাশ, শাহনেওয়াজ ইসলাম ও ফারিয়া মতিন ইলা। তুহিন কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গানের র্যাপ অংশটা সৈকত আমিন লিখেছেন। আর আমি এবং ছোট ভাই অনিন্দ্য ঠিকঠাক করছি৷ মূলত ডাকসু নির্বাচনকে ঘিরেই গানটি করা হয়েছে।” গানটির কথায় রয়েছে-বায়ান্ন থেকে একাত্তরের দ্রোহ এবং আসছে ফাগুনে দ্বিগুণ হওয়ার...