ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোটিং প্রক্রিয়া নিয়ে সকল ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে চারটি সচেতনতামুলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন। রবিবার (৭ সেপ্টেম্বর) সভাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘যেহেতু অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভোট দিবে তাদের ভোটিং প্রক্রিয়া ও আগ্ৰহী করার জন্য ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে ৪টি সচেতনতামূলক সভা করা হবে। আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের আগ্ৰহী ও ভোটদান প্রক্রিয়া কেমন হবে সেই সম্পর্কে অবগত করা হবে যেন তারা বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারেন।’ তিনি আরও বলেন, ‘ভোটদান প্রক্রিয়া সহজ করার জন্য একটি...