বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর একটি প্রতিনিধিদল বিএসআইএ সভাপতি এম এ জব্বারের নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নব নিযুক্ত সচিব মোঃ আনোয়ার হোসেনের সাথে তার কার্যালয়ে সম্প্রতি সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিএসআইএ পরিচালক আশিকুর রহমান তানিম, তাফুরি টেকনোলজিসের সিইও শাখাওয়াত হোসেন প্রমুখ। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং ইকোসিস্টেম উন্নয়নে বিএসআইএ-এর ভূমিকা তুলে ধরেন। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বিএসআইএ-এর উদ্যোগের প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর একটি প্রতিনিধিদল বিএসআইএ সভাপতি এম এ জব্বারের নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নব নিযুক্ত সচিব মোঃ...