ক্রিকেটার মোহাম্মদ মিঠুন নির্বাচিত হয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি। ৩৪ বছর বয়সী এই ব্যাটার মনে করেন, তার এই জয় কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো ক্রিকেটের জয়। নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় মিঠুন বলেন, ‘জয়-পরাজয় নয়, আসল বিষয় হলো ক্রিকেটারদের ঐক্য ও সংহতি। ’ তার মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন-পুরনো প্রজন্মের ক্রিকেটাররা কাছাকাছি আসার সুযোগ পেয়েছে যা ভবিষ্যতে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক হবে। বিসিবির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে মিঠুন জানান, ক্রিকেটারদের অভিভাবক হলো বোর্ড। তাই সমস্যার সমাধানে ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই বিসিবির কাছে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন ক্রিকেটার ও বোর্ডের মধ্যে কোনো দূরত্ব তৈরি না হয় এবং তারা একটি পরিবার হয়ে কাজ করতে পারে। বাস্তবতার জায়গা থেকে মিঠুন স্বীকার করেন, সব সমস্যার সমাধান একদিনে...