লিগস কাপের ফাইনালে হারের পর মেজাজ ধরে রাখতে না পেরে যে অপ্রীতিকর কাণ্ড ঘটিয়েছেন, সেটার জন্য ভীষণ অনুতপ্ত লুইস সুয়ারেস। নিজের বাজে আচরণের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ইন্টার মায়ামির এই তারকা ফুটবলার। গত সোমবার প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে কোনো লড়াই-ই করতে পারেনি মায়ামি। তাদেরকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সাউন্ডার্স। ম্যাচ শেষের বাঁশি বাজার পর উল্লাসে মেতে ওঠা সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভার্গাসের দিকে তেড়ে যান সুয়ারেস। সেটির সূত্র ধরে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি লেগে যায়। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সাউন্ডার্সের কোচিং স্টাফদের একজনের দিকে থুথু ছুড়ে দেন সুয়ারেস। দুই দলের অনেকের মধ্যেই বাজেভাবে ছড়িয়ে পড়ে হাতাহাতি। যেটি চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। ঘটনার চার দিন পর এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে নিজের ভুল স্বীকার করলেন...