ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির মৃত্যুতে জুলিয়া রবার্টস, লিওনার্দো ডিক্যাপ্রিও, রাসেল ক্রো, মরগান ফ্রিম্যানসহ আরও অনেকে শোক জানিয়েছেন। ৯১ বছর বয়সে মারা গেছেন আরমানি। গতকাল বৃহস্পতিবার তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আরমানি গ্রুপ। আরমানি ও তাঁর প্রতিষ্ঠানের পোশাকের সঙ্গে তারকাদের স্মৃতি জড়িয়ে রয়েছে। এর মধ্যে ১৯৯০ সালে ‘স্টিল ম্যাগনোলিয়াস’ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব জেতেন জুলিয়া রবার্টস। পুরস্কারের মঞ্চে আরমানির স্যুট পরে হাজির হয়েছিলেন এই তারকা অভিনেত্রী। ২০১৯ সালের ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডসের লালগালিচায় ডিজাইনার আরমানির সঙ্গে তোলা একটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জুলিয়া রবার্টস। আরমানিকে ‘সত্যিকারের বন্ধু’ ও ‘কিংবদন্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। আরমানিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, বহু বছর ধরেই আরমানির সঙ্গে তাঁর পরিচয়। লিওনার্দো ডিক্যাপ্রিও লিখেছেন, ‘জর্জিও আরমানি ছিলেন এমন...