৪১ বছর বয়সে নতুন আরেক দেশের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর। আসন্ন এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে ওমানের মাটিতে সামোয়াকে প্রতিনিধিত্ব করবেন তিনি। এর মাধ্যমে সামোয়ার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতে পারে। শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের দলে টেলরের নাম রয়েছে, যার নেতৃত্ব দেবেন ক্যালেব জাসমাত। ওশেনিয়ার দেশ সামোয়ার সঙ্গে নাড়ির টান রয়েছে টেলরের। তার মায়ের জন্মভূমি এই দেশ। নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলর বলেন, ‘খুবই উচ্ছ্বসিত। কয়েক মাস ধরে পরিকল্পনা চলছিল, কিন্তু আজই দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো। মায়ের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতে পারা দারুণ আনন্দের।’ ‘আমি সবসময়ই কোনো না কোনোভাবে পলিনেশিয়ান কমিউনিটিকে কিছু ফিরিয়ে দিতে চেয়েছি। ভেবেছিলাম সেটা হয়তো কোচিং বা অন্য কোনো মাধ্যমে হবে, কখনো ভাবিনি সামোয়ার হয়ে খেলব। কিন্তু...