অ্যাপ বন্ধ করেও রিলস দেখার নতুন সুবিধা আসছে ইনস্টাগ্রামে NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা:ইউটিউবের মতো নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটি ‘পিকচার-ইন-পিকচার’ (PiP) মোড চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে অ্যাপ বন্ধ করলেও ছোট ভেসে থাকা উইন্ডোতে রিলস দেখা যাবে। অর্থ্যাৎ, ভিডিও চলার সময় মেসেজ রিপ্লাই, রাইড বুকিং বা অন্য অ্যাপ ব্যবহার করা যাবে।প্রথমে এই ফিচারের তথ্য ফাঁস করেন অ্যাপ গবেষক রাদু অন্সেস্কু। পরে মেটা টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছে যে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। যাদের অ্যাকাউন্টে ফিচারটি সক্রিয় থাকে, তাদের কাছে একটি পপ-আপ আসবে, যেখানে ‘পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের নির্দেশনা থাকবে।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীর অ্যাপ ব্যবহার বৃদ্ধি পাবে এবং রিলসের ভিউ ও রিটেনশন টাইমও...