ইদানিং সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়াকে একটা প্রশ্নের মুখোমুখি হতেই হয়- এই ম্যাচে আপনি খেলবেন কিনা! অসহায় ভঙ্গিতে অধিনায়ক বল ঠেলে দেন কোচের কোর্টে। কাঠমাণ্ডুতেও সেই একই প্রশ্নের পুনরাবৃত্তি। এবারও জামাল একই সুরে বলে দিলেন নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে খেলবেন কি-না জানেন না তিনি। দশরথ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তিন দিন পর একই ভেন্যুতে হবে দ্বিতীয় প্রীতি ম্যাচটি। এ উপলক্ষে শুক্রবার টিম হোটেলের ফিটনেস সেন্টারে সকালে ঘাম ঝরিয়েছে দল। সতীর্থদের জিমে রেখে জামাল ছুটলেন রুমে। এরই ফাঁকে নেপাল সফরে আসা বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সাথে একটু কুশল বিনিময়ও সেরে নিলেন। এরপর সংবাদ সম্মেলনে এসে সেই অপ্রীতিকর প্রশ্নের মুখে পড়লেন তিনি! এর পেছনে যথেষ্ট কারণও আছে। ভারত, ভুটান ও সিঙ্গাপুর- এই তিন দলের মধ্যে...