দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের একটি খেলে ফেললো আর্জেন্টিনা। ঘরের মাঠে লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। ভেনেজুয়েলাকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আর্জেন্টাইন সুপারস্টার মেসি। আগামী বিশ্বকাপ শেষে বিদায় জানিয়ে দিবেন আকাশী-নীল জার্সিকে। ফলে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে এটাই ছিল শেষ ম্যাচ। আগামী ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে মেসি জানিয়ে দিয়েছেন, সে ম্যাচে খেলবেন না তিনি। সে ম্যাচে না খেললেও ইতোমধ্যেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির। এতদিন এই রেকর্ড ছিল ইকুয়েডরের ইভান হুর্তাদোর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, ইকুয়েডর তারকা হুর্তাদো ৭১টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন। আজ ভেনেজুয়েলার বিপক্ষে ৭২তম ম্যাচে মাঠে নেমে তাকে ছাড়িয়ে গেলেন মেসি। এই...