লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চ গড়ালো শেষ ওভারে। সিরিজ বাঁচাতে শেষ ওভারে ইংলিশদের দরকার ছিল ১৬ রান। শেষ ব্যাটার হিসেবে জোফরা আর্চারের সঙ্গে উইকেটে ছিলেন পেসার সাকিব মেহমুদ। তৃতীয় ও পঞ্চম বলে দুটি চার মেরে সমীকরণ বাঁচিয়ে রেখেছিলেন আর্চার। শেষ বলে মারতে হতো ছক্কা। তবে সেই সমীকরণ আর মেলাতে পারেনি তিনি। ৫ রানে জিতে ২৭ বছরের অপেক্ষার প্রহর শেষ করল প্রোটিয়ারা। গতরাতে লর্ডসে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। ৫ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ২৭ বছর পরে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল...