দীর্ঘ ছয় বছর বাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হবে। এ ভোট দিতে হবে ওএমআর শিটে; ডাকসুতে থাকছে ছয় পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠা। ৩৯ হাজার ৮৭৪ ভোটারের সরাসরি ভোটে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদ নির্বাচিত হবে। এরইমধ্যে ভোট দেওয়ার কায়দা-কানুন ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং অফিসারের অফিস। >> আপনার সুবিধা সময়ে আপনার জন্য নির্ধারিত ভোট কেন্দ্রে আসুন। >> প্রথমেই পোলিং অফিসারকে আপনার পরিচয় নিশ্চিত করুন। প্রথম বর্ষের শিক্ষার্থী হলে লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থী হলে হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি...