জানো,কত প্রহর ডিঙিয়ে, অন্তহীন এ-স্বপ্নের পিছুচলা?তবু-নিভৃতে রজনীদের ইশারাতে যেন মিথ্যেহেয়ালি সারাবেলা! পিছুটান করছে হয়রান,সায়াহ্নে গোধূলি ম্রিয়মাণ!বলিরেখা ঘিরে চাঁদমামা ফিরে-চায় আহ্লাদে অন্তরবান। আবার ফিরেছি দেখে,হায়! জোনাক বারান্দা থেকেপদ্ম কুড়িয়েছে, সাবধান!! বলল, সেই বিকেল, ঘড়িতে নিকেল,'সময় তো হইলো অঙ্গার'!প্রিয় যেই মুখ, চাই নাকো অসুখ,ললাট স্বপ্ন-সম্ভার! মুগ্ধতা ভীড়ে, দালানকোঠা নীড়েশহুরে স্নিগ্ধতা নিষ্প্রাণ!আবার হারিয়ে...