বাংলাদেশের রাজনীতিতে ছাত্র আন্দোলনের ভূমিকা সব সময়েই ছিল নির্ধারক। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম-প্রতিটি পর্বেই ছাত্রসমাজ ছিল সামনের কাতারে। সে কারণেই ছাত্র সংসদ নির্বাচন কেবল একটি ক্যাম্পাসভিত্তিক আয়োজন নয়; বরং এটি জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনার সঙ্গেও গভীরভাবে জড়িত। বলা যায়, ছাত্র সংসদ জাতীয় রাজনীতির জন্য এক ধরনের গবেষণাগার, যেখানে নতুন নেতৃত্বের পরীক্ষিত হওয়ার সুযোগ থাকে। ছাত্র সংসদ রাজনীতি থেকে উঠে আসা অনেকের জাতীয় রাজনীতিতে সুদৃঢ় অবস্থানই এটিকে প্রমাণ করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতিশেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্য তিনটিকে তিন দশকেরও বেশি সময় পর আবার ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে এই নির্বাচন আয়োজন একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দীর্ঘ সময় ধরে নির্বাচন না...