ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জয় পেলে একশত দিনে কী করবেন, সে কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামীম। নির্বাচনের চার দিন আগে শুক্রবার শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে জুমার পরে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন। হামীমের একশত দিনের পরিকল্পনায় ১৭টি বিষয় রয়েছে, যেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। >> বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS’ চালু করে সেটির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ‘স্কিল ও সার্টিফিকেশন’ (IELTS, GRE, Graphic Design, Computer Literacy ইত্যাদি) এর ‘ফ্রি কোর্স’ করানোর ব্যবস্থা করা হবে। >> শিক্ষকদের পড়ানোর মান নিশ্চিতকরণের লক্ষ্যে ‘শিক্ষক মূল্যায়ন’ পদ্ধতি চালু করার ব্যাপারে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। >> বিশ্ববিদ্যালয়ে একটি ‘ক্যারিয়ার গাইডেন্স সেন্টার’ তৈরি করা হবে যেন শিক্ষার্থীরা স্নাতক পরবর্তী ‘ক্যারিয়ার’ সংক্রান্ত...