ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতি চলছে বারো দিনের। ফ্রান্সের রিয়াল মাদ্রিদ তারকা কাইলিয়ান এমবাপে সমালোচনা করেছেন বিশ্বব্যাপী ফুটবলের এই সূচি সময়সীমাকে। আর্জি জানিয়েছেন ফুটবলারদের ব্যস্ত কর্মপরিধি ও ব্যক্তিগত চিকিৎসার জন্য হলেও আরও বেশি বিরতি প্রয়োজন। ফ্রেঞ্চ অধিনায়ক এমবাপের ধারণা, প্রতি মৌসুমে একজন ফুটবলারকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৬০এর উপরে ম্যাচ খেলতে হয়। চড়া বেতন যেমন দেয়া হয় ফুটবলারদের, শারীরিক সুস্থতারও চাহিদা অনেক। এজন্যই ফুটবলারদের বেশি বিরতির প্রয়োজন হয়। এমবাপে বলেছেন, ‘জানি না এখনও আমরা মৌসুমে ৬০ ম্যাচ খেলার জন্য প্রস্তুত কিনা। অনেক ম্যাচ দেখেছি নিজ অভিজ্ঞতায় আমি খুব কম ফুটবলারেরই নাম বলতে পারবো যারা নিজেদের সেরা মৌসুমে...