বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ প্রতিনিধি নির্বাচন নিয়মিত হয় না। এর কারণ, প্রভাব এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান নির্বাচনি প্রচার নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন সাংবাদিক মাহবুব কামাল। ডয়চে ভেলে :শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নির্বাচন করা কেন সম্ভব হয় না? মাহবুব কামাল :আগে যেটা হয়েছে, ধরেন আওয়ামী লীগ আমলে নির্বাচন কেন হয়নি? আওয়ামী লীগ দেখেছে, ডাকসুর ভিপি যিনি হবেন, তিনি সজীব ওয়াজেদ জয়ের প্যারালাল হয়ে যাবেন, সুতারাং এটা করা যাবে না। বিএনপির আমলে হয়নি কেন? ডাকসুর ভিপি যদি অন্য সংগঠন থেকে কেউ হয়ে যান, তিনি তারেক রহমানের প্যারালাল হয়ে যাবেন। সুতারাং এইটা করা যাবে না। ডাকসুর ভিপি একটা বড় ব্যাপার। নিজের দলের বাইরে অন্য কেউ হয়ে গেলে সেইটা ক্ষতির কারণ হতে পারে। সুতারাং তারা এটা করেনি। এখন তো আর...