দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার আমেজ। শিক্ষার্থী-প্রার্থীরা কোমর বেঁধে নেমেছেন নির্বাচনি লড়াইয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)-র নির্বাচন ৯ সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(জাকসু)-র নির্বাচন ১১ সেপ্টেম্বর আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-র নির্বাচন ২৫ সেপ্টেম্বর। ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু)-র নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও এখনো সেখানে নির্বাচনি আমেজ সেভাবে চোখে পড়েনি। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সেখানকার পরিস্থিতি এখনো থমথমে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এই প্রথম বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা৷ তার আগে বিশ্ববিদ্যালয়গুলোর এই নির্বাচন আলাদা গুরুত্ব পাচ্ছে। এবার ডাকসু নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী লড়ছেন। নারী প্রার্থীও অতীতের যে-কোনো সময়ের চেয়ে বেশি। ছাত্র সংগঠনগুলো প্যানেল দিয়েছে। তবে এবার স্বতন্ত্র প্রার্থী অনেক বেশি। ডাকসুর ২৮...