দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। পর পর দুইবার তফসিল ঘোষণা করার পর অবশেষে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন জাকসু নির্বাচন। এরই মধ্যে এবারের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাকসু নির্বাচন কমিশন। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২৪ জন। অন্যদিকে ৬৫ পদে কোনো প্রার্থী নেই। নির্বাচন কমিশন সূত্র মতে, এবারের জাকসুর কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে ২১টি হল সংসদে ৩১৫টি পদের বিপরীতে প্রার্থী ৪৪৩ জন। এসব পদের ৬৫টিতে নেই কোনো প্রার্থী, আর ১২৪ পদে প্রার্থীরা জয় লাভ করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর মধ্যে ১১টি ছাত্র হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৬৫ জন প্রার্থী, ৯টি পদে নেই কোনো প্রতিদ্বন্দ্বী। অপরদিকে ১০টি ছাত্রী হলে ৫৯টি পদে বিনা প্রতিদ্বন্দিতায়...