অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক টস টেইলর। তবে এবার আর কিউইদের হয়ে নয়, সামোয়ার প্রতিনিধিত্ব করবেন এই ব্যাটিং গ্রেট। টেইলরের মায়ের দেশ সামোয়া। সেখানকার পাসপোর্টও আছে তার। সেই সূত্রেই ৪১ বছর বয়সে এসে সামোয়ার জার্সি গায়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক বাছাইয়ে খেলবে সামোয়া। আগামী অক্টোবরে ওমানে অনুষ্ঠেয় প্রতিযোগিতাটির জন্য শুক্রবার ১৫ জনের দল দিয়েছে সামোয়া। সেখানে টেইলরকে রেখেছে তারা। যা অনেকের জন্য চমক হয়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে মায়ের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করার জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন টেইলর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুভূতির কথা জানালেন নিউ জিল্যান্ডের হয়ে রেকর্ড ৪৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডানহাতি ব্যাটসম্যান। “এটা আনুষ্ঠানিক-আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, নীল জার্সিটি পরব এবং ক্রিকেটে সামোয়ার প্রতিনিধিত্ব করব। কেবল...